বরিশালে স্কুলছাত্রীসহ আটক শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে কলেজছাত্রীর অনশন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্কুলছাত্রীসহ আটক শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে কলেজছাত্রীর অনশন


রিপোন হাওলাদার:বরিশালের উজিরপুরে স্কুলছাত্রীকে নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আট শিক্ষক তপন মল্লিকের(৩১)বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছেন এক কলেজ ছাত্রী।বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আটক তপন মল্লিক উপজেলার কালবিলা গ্রামের সাতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্র নাথ মল্লিকের ছেলে ও শোলক কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।এদিকে স্কুলছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ৭ম শ্রেণির ছাত্রী বাবা।

মামলা সূত্রে জানা গেছে,শিক্ষক তপন মল্লিক গত বৃহস্পতিবার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ৭ম শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে তপন মল্লিক তাকে জোর করে তুলে নিয়ে যায়।ওই দিন সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন।এরপর টুঙ্গিপাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।টুঙ্গিপাড়া থানা পুলিশের ওসি এএসএম নাসিম জানান, তপন মল্লিক ও ওই ছাত্রীকে স্থানীয়রা আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে। এরপর তাদের পুলিশে সোপর্দ করে। বর্তমানে তারা থানা হেফাজতে আছে।

এদিকে একই দিন বৃহস্পতিবার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের বিধান সমদ্দারের মেয়ে অনার্স পড়ুয়া ছাত্রী যুথিকা সমদ্দার কালবিলা গ্রামে তপন মল্লিকের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন শুরু করে।যুথিকার স্বজনরা জানান,গত ২ মার্চ বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ১০ লাখ টাকা দেন মোহরে বিবাহ সম্পাদন করা হয়।তবে কিছুদিন ধরে তপন মল্লিক যোগাযোগ না রাখায় যুথিকা তপনের বাড়িতে যেতে বাধ্য হয়।

স্থানীয়রা জানান, তপন মল্লিক ২০১৭ সালে উপজেলার ভরতসেন এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজত বাস করেন। এরপর হারতা এলাকার শুকলাল হালদারের মেয়েকে হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ে করে কিছুদিন যেতে না যেতেই তাকে তাড়িয়ে দেন।এ ব্যাপারে তপন মল্লিকের বাবা ব্রজেন্দ্র নাথ মল্লিক জানান, আমার ছেলে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল। কেউ হয়তো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ কারণেই তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছে।উজিরপুর মডেল থানা পুলিশের ওসি শিশির কুমার পাল জানান, মেয়েটির বাবা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। আসামি তপন ও ওই স্কুলছাত্রীকে টুঙ্গিপাড়া থানা থেকে আনার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

Top