কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


রফিকুল ইসলাম:বরিশালের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার(২২ নভেম্বর)দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ।

সোনারগাঁও টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যেখানে আগুন লেগেছে, সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।

Top