বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগুনে পুড়লো আটটি দোকান। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগুনে পুড়লো আটটি দোকান।


রিপোন হাওলাদার:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগুনে পুড়লো আটটি দোকান।বৃহস্পতিবার(২১ নভেম্বর)দিনগত রাতে উপজেলার পয়সারহাট বাজারে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস জানান,আগুনের সূত্রপাত কিভাবে হলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এছাড়া পুরোপুরি ক্ষতিগ্রস্ত আট দোকানি ও একজন আংশিক ক্ষতিগ্রস্ত দোকানির তালিকা করে জেলা প্রশাসককে পাঠানো হবে।যদিও তিনি এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের টিন ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য বলেছেন।

Top