সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ।


পাখি আক্তার:সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের কাছে কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়।স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় জাহাজটি ঘুরে দেখেন।

এদিকে জাহাজটি দেখতে আসা জনসাধারণকে জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান নৌবাহিনীর সদস্যরা।নৌবাহিনীর এ জাহাজ দেখে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান সাধারণ মানুষ।স্কুল শিক্ষার্থী জিয়াউল হক বলেন,আগের সশস্ত্র বাহিনী দিবসেও নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখতে এসেছি। যখন জাহাজ ঘুরে দেখি তখন বেশ ভালোই লাগে,নিজেরও ইচ্ছা আছে নৌবাহিনীতে যোগ দেওয়ার।

Top