বানারীপাড়ায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে ঈসালে ছওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হবে।
পাখি আক্তার:বানারীপাড়ায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে ঈসালে ছওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হবে।শনিবার বাদ আসর বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন(পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠেয় ওই মাহফিলে প্রধান অতিথির বয়ান করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব ও আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ।
এছাড়াও মাহফিলে পীর ছাহেব কেবলার সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগন বয়ান করবেন। ধর্মপ্রাণ মুসলমানদের ওই মাহফিলে অংশগ্রহণ করার জন্য জমইয়াতে হিযবুল্লাহ বানারীপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ফজলুর রহমান আহবান জানিয়েছেন।