এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড ঘূর্ণিঝড় বুলবুলের কারণে। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড ঘূর্ণিঝড় বুলবুলের কারণে।


রিপোন হাওলাদার:এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বরিশাল শিক্ষা বোর্ড ঘূর্ণিঝড় বুলবুলের কারণে।মঙ্গলবার(১৯ জুলাই)রাতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে,টিটি করার শেষ সময় ২৪ নভেম্বর।ম্যানুয়াল পদ্ধতিতে ফরম পূরণ গ্রহণ করা হবে না বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Top