লবণের দাম বাড়েনি,তালতলীতে মাইকিং করলো প্রশাসন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লবণের দাম বাড়েনি,তালতলীতে মাইকিং করলো প্রশাসন


মল্লিক মো.জামাল তালতলী(বরগুনা) প্রতিনিধি :বরগুনার তালতলীতে লবণের দাম বাড়া নিয়ে চলছে গুজব। বাস্তবে লবনের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা।প্রশাসনও এ ব্যাপারে রয়েছে সরব। উপজেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসন দোকানদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যা উপজেলা সদরে মাইকিং করে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব সেলিম মিঞা ও থানার ওসি শেখ শাহিনুর রহমান প্রমুখ।উল্লেখ্য এসময় তারা বলেন, গুজবে কান দেবেন না।কেউ ১ কেজির উপর লবণ না কিনতে এসময় গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের উপর কেউ এক টাকা দাম নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে।

Top