গুজবে পূর্বাঞ্চলের বাজাগুলোতে লবণ বিক্রির হিড়িক দিশেহারা সাধারন ক্রেতা ! প্রশাসন দৃষ্টি দিন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজবে পূর্বাঞ্চলের বাজাগুলোতে লবণ বিক্রির হিড়িক দিশেহারা সাধারন ক্রেতা ! প্রশাসন দৃষ্টি দিন


রেদওয়ান শাওন:লবণের দাম বেড়ে যাচ্ছে এই গুজব ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগজুড়ে। এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন খুচরা ও পাইকারি দোকানগুলোতে। বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় সাহেবেরহাটসহ পূর্বাঞ্চলের বিভিন্ন বাজারে মজুদ করে রাখা বিভিন্ন দোকানের লবন। আবার অনেক ব্যবসায়ী বেশি দামে বিক্রি করার জন্য লবণ মজুদ করে রেখেছেন বলে জানা গেছে। প্রশাসন বলছে, লবণের দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াতে পারে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, লবণের চাহিদা মাফিক সরবরাহ রয়েছে। শিগগিরই দাম বাড়ার শঙ্কা নেই। তবে ব্যবসায়ীরা এমনটি দাবি করলেও গতকাল (মঙ্গলবার) সকাল থেকে বরিশাল সদর উপজেলার বিভিন্ন বাজারে লবন বিক্রির হিড়িক পড়েছে। সরজমিনে ঘুড়ে দেখা যায় চরকাউয়া খেয়া ঘাট, দূর্গাপুর, সাহেবেরহাট, লাহারহাট, টুংগীবাড়ীয়ার হাট, পতাং, মৌলভীরহাট, তালুকদার হাট, চন্দ্রোমোহনসহ অনেক বাজারের দোকানে বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

আজকে (বুধবার) দাম আরও কয়েকগুণ বাড়তে পারে-এই আশঙ্কায় অনেকেই দ্রব্যটা (লবন) কিনে রেখেছেন। যার ফলে অনেক দোকানে দেখা দিয়েছে সংকট। অনেকে গতকাল (মঙ্গলবার) বিক্রি না করে আজ (বুধবার) বেশি দামে বিক্রি করবেন- এই আশায় দোকানে লবন ইতোমধ্যে তৈরি করে ফেলেছেন কৃত্রিম সংকট। সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শহর ঘুরে দেখা গেছে, লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সাধারন ক্রেতারা। বেশিরভাগ মুদি দোকানেরই মজুদ ফুরিয়ে গেছে। দোকানে লবণ না পেয়ে ক্রেতাদের আক্রমণাত্মক আচরণ করতেও দেখা গেছে। সব ক্রেতারই দাবি, লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছেন। তাই লবণ কিনতে এসেছেন তারা। তবে কোথায় এমন সংবাদ শুনেছেন এ কথা কেউ বলতে পারেননি। এ বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি নিছক গুজব ছাড়া কিছুই না, যারা এই সিন্ডিকেটের সাথে জরিত তাদের বিরুদ্বে আমরা মাঠে নেমেছি এবং সেই সকল অসাধু ব্যবাসায়ীদের আটক করার জন্য চেষ্টা চলছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার বলেন, কোনো উপায় না খুঁজে পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা নিন অথবা থানায় অবহিত করার পরামর্শ দেন তিনি।

Top