বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ডশহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।কানেকটিকাটের নিউ মিলফোর্ড শহরের ইকোনোমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড অন ডাইরেক্টর ও বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ এবং নাজিয়া আহমেদ নিশির উদ্যোগে স¤প্রতি এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ বলেন,আমরা কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার এ অবদানের কথা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে।এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট ও স্থানীয় বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দসহ কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো উপস্থিত ছিলেন, শাহাজ ইসলাম, আনোয়ার মন্ডল,শফি আলম,আব্দুল করিম ও আনোয়ার হোসেন হিমু প্রমুখ।উলেখ্য বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট এর চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ী সাব্বির বরিশাল দখিন আলেকান্দা নুরিয়া স্কুলের পিছনে মিরা বাড়ির মৃত এাড,মির আশরাফ (সাবেক জিপি বরিশাল কোর্ট ও ভাষাসৈনিক)এর পুত্র।