ভরপাশার মূর্তীমান আতংক মেম্বর শাহ আলম
সুমন দাসঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদের মেম্বর শাহ আলম গ্রামবাসীর কাছে এক আতংকের নাম।নানা অপকর্ম অনিয়ম দূর্নীতির মাধ্যমে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের সচেতন ব্যক্তিবর্গ বরিশাল বিভাগীয় দূর্নীতি দমন কমিশনে এক সম্মিলিত অভিযোগদেয়ার প্রস্তুতি নিয়েছে।
ভিজিএফ ও ভিজিডি কার্ডের টাকা আত্মসাৎ,দুধলমৌর ৪নং ওয়ার্ড মেম্বর শাহ আলম হাওলাদার অনেক নিরীহ লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাস জমি বন্দোবস্ত দিবেন বলে নিয়ে প্রতারণা করেছেন।বিদ্যুতের তার চুরি,কার্ডের প্রলোভনে নারী লোলুপতার ব্যাপক জনশ্রæতি আছে তার বিরুদ্ধে। শিশু নির্যাতন মামলায় ২৬ দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকেন এই মেম্বর।বাকেরগঞ্জ পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নাম ব্যবহার করে একের পর এক অপরাধ কর্মকান্ড করেই যাচ্ছে ভরপাশার মূর্তীমান আতংক শাহ আলম মেম্বর।ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসী উপজেলা চেয়ারম্যান শামসুল আলমচুন্নুর হস্তক্ষেপ কামনা করেছেন।