অত্যাধুনিক ফেরী ও পন্টুন পেল বানারীপাড়াবাসী নারী সংসদ সদস্য মীরার কারনে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অত্যাধুনিক ফেরী ও পন্টুন পেল বানারীপাড়াবাসী নারী সংসদ সদস্য মীরার কারনে


পাখি আক্তার:বরিশালের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরার ক্রাণে সন্ধ্যা নদীতে অত্যাধুনিক ফেরী ও নদীর দু’ তীরে নতুন পন্টুন পেল বানারীপাড়াবাসী।এর ফলে জরাজীর্ণ ফেরী ও পন্টুন পরিবর্তন করে নতুন ফেরীর জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।

জানা গেছে,এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বরিশালের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা সড়ক ও যোগাযোগ বিভাগের সচিব বরাবরে ডিও লেটার দেন।সেই ডিওলেটার পেয়ে বানারীপাড়ায় অত্যাধুনিক একটি ফেরী ও নদীর দু’তীরের জন্য গ্যাংওয়ে সহ দু’টি পন্টুন বরাদ্দ দেওয়া হয়।শুক্রবার দুপুরে ওই ফেরী,পন্টুন ও গ্যাংওয়ে বানারীপাড়ায় এসে পৌঁছায়।অত্যাধুনিক নতুন ফেরী ও পন্টুন পেয়ে এলাকাবাসী দারুণ খুশি।তারা সংসদ সদস্য সৈয়দা রুবনা আক্তার মীরাকে সাধুবাদ জানিয়েছেন।

Top