পিতার আকুতি বানারীপাড়ায় ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিতার আকুতি বানারীপাড়ায় ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে


পাখি আক্তার:বানারীপাড়ায় অভি সাহা নামের একজন সুদর্শন মেধাবী ছাত্রের ফুসফুসে টিউমার হয়ে মরণ ব্যাধী ক্যান্সারে রুপ নেওয়ায় অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে বাঁচার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য’র আবেদন করেছেন তার পিতা।বরিশালের বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে’র সাহা পাড়ায় অভিদের বাড়ি।পিতা অশোক সাহা বাড়ির সামনেই ফুটপাতে বসে ডিম বিক্রি করেন। অভি সাহা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে বি.এস.সি ইন টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত।

সম্প্রতি অভি সাহা অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয় তাকে। সেখান থেকে তার ফুসফুসে টিউমার হয়েছে বলে জানান চিকিৎসকরা। পরে সেই টিউমারটি ক্যান্সারে রুপ নেয়। ছেলের এই অসুস্থতার কথা জানতে পেরে দরিদ্র পিতা হাত পাতেন স্বনদের কাছে। তাদের কাছ থেকে যা পেয়েছেন এবং নিজের যে সহায় সম্বল ছিলো তা দিয়ে ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ছেলেকে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ করে এখন নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন তিনি। চিকিৎসক’রা জানিয়ে দিয়েছেন অভিকে বাঁচাতে টিউমারটি জরুরীভাবে অপারেশন করাতে হবে।

বর্তমানে অপারেশন করানোর মতো টাকা সংগ্রহ করা দরিদ্র পিতার কাছে দুঃসাধ্য। ছেলেকে নিয়ে পিতা-মাতার চোখে ঘোর অমানিশার অন্ধকার। তাদের চোখের সামনে ক্রমশ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে ছেলে। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে পিতার আকুতি দেশের সবাই মিলে একটি করে টাকা দিন, যাতে সুচিৎসা পেয়ে আমার প্রাণপ্রিয় ছেলেটিকে বাঁচাতে পারি।সাহায্য পাঠাবার ঠিকানা অভি সাহা, স য়ী হিসাব নম্বর-ডিবিবিএল, ১০৭-১৫১-২০৩৫৯৫, বিকাশ নম্বর-০১৯১১-৬৫৩৩২২/ ০১৯৩৪-৫০৫৬০৬ (ব্যক্তিগত)।

Top