৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পাখি আক্তার:বানারীপাড়ার দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইদুর রহমান শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন আজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জাহিদ হোসেন ফারুক।এছাড়াও বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,সহকারী শিক্ষক নাজমা জান্নাত,জিনাত রেহানা রিনা,ইসরাত জাহান জ্যোৎসা প্রমুখ।