৭৪নং টেলিটক টাওয়ার দখল করে সিকদার ওয়াইফাই নেটওয়ার্কের বানিজ্য চলছে।
রফিকুল ইসলাম:বরিশালের হিজলা উপজেলাধীন কাউরিয়া বাজারে বরিশাল ৭৪নং টেলিটক টাওয়ার দখল করে সিকদার ওয়াইফাই নেটওয়ার্কের বানিজ্য চলছে।টেলিটক কোম্পানির নির্দেশনা অনুযায়ী তাদের অনুমতি ও চুক্তিছাড়া কোন প্রকার যন্তপাতি লাগানো বা স্থাপনা সম্পুর্ন নিষেধ,অবৈধ ও বেআিইনি বলে জানা গেছে।এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে টেলিটক টাওয়ারে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপনা করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন রিয়াজ সিকদার।
টেলিটক টাওয়ারে রক্ষনাবেক্ষন প্রতিনিধি মাহফুজুর রহমান জানন,টেলিটক টাওয়ারে অনুমতি ছাড়া কোন কিছু স্থাপনা করা সম্পুর্ন নিষেধ। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবসায়ী রিয়াজ সিকদার তিনি আমাদের কাছ থেকে কোন রকম অনুমতি নেয়নি। এবং তাকে বেশ কয়েকেবার বিষয়টি জানানো হলেও তিনি ভ্রুক্ষেপ করেনি।ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবসায়ী রিয়াজ সিকদার বলেন, ওটা খালী ছিলো তাই আমি ব্যবহার করেছি। অনুমতি নেয়ার ব্যপারে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।