ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রিপোন হাওলাদার:বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মনিজা বেগম(৪৫)নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪ জন মারা গেলেন।মনিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো.বাকির হোসেন।মারা যাওয়া গৃহবধূ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়,গত শনিবার বেলা তিনটার দিকে মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।কয়েক দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকাল নয়টার দিকে তিনি মারা যান।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে।হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।আর চিকিৎসাধীন আছেন ১৪ জন।