বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন এলাকার কর্ণকাঠিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যারা।বুধবার বেলা ১২টায় বরিশালটাইমসকে নিশ্চিত করেছে র‌্যাব-৮।আককৃতের নাম জুবায়ের হোসেন সুমন(৪১)।তিনি বরিশাল নগরীর রুপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বরিশাল ভোলা রোড এর কর্ণকাঠির বোর্ড স্কুলের সামনে অভিযান চালায়। এসময় সুমনকে আটক করা হয়।গ্রেপ্তারকালে সুমনের ব্যাগে তল্লাশি চালিয়ে এক বিদেশী পিস্তল,চার রাউন্ড গুলি, দুটি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।র‌্যাব আরো জানায়,সুমন একজন অস্ত্রধারী মাদকসেবী,বিক্রেতা ও প্রতারক। তিনি ২০১৭ সাল থেকে সে টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্য কেন্দ্র হতে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে আত্নসাৎ করেন।

তিনি নিজের বিকাশ নম্বর ব্যবহার না করে টাকা গ্রহণের সময় কোন এজেন্টের নিকট গিয়ে তাকে অতিরিক্ত টাকা দিয়ে টাকা ক্যাশ আউট করতেন। নিজের নেশার চাহিদা মেটানোর জন্য প্রতারণার আশ্রয় নিতেন। তিনি কক্সবাজার,সিলেট,ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর অঙ্কের টাকা প্রতারণার মাধ্যমে আত্নসাৎ করেছেন। এছাড়াও তিনি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেন বলেও স্বীকার করেছেন।

Top