পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে
পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯৮০পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।সোম রাত সোয়া টায় নগরীর ধান গবেষনা রোড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বানারীপাড়ার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার সাইদুর রহমান (৪৫),নগরীর ৪নং ওয়ার্ডস্থ বাকলার মোড় এলাকার মৃত সৈয়দ মোস্তফা হোসেনের ছেলে সৈয়দ খায়রুল আলী সায়েম (৪২),নলছিটির শফিক বেপারীর স্ত্রী মোছাঃপারভীন বেগম (৩১)।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলামের নেতৃত্ব এসআই আরাফাত হাসান,এএসআই সুজন চন্দ্র, এএসআই কামরুল।নগরীর নগরীর ধান গবেষনা রোডের একটি বাসা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা ওসি নুরুল ইসলাম বলেন,আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।