ব্রিজের জন্য এলাকাবাসীর দীর্ঘ অপেক্ষা!
পাখি আক্তার:নতুন একটি ব্রিজের জন্য বহু আবেদন করে,বছরের পর বছর অপেক্ষার পরেও জনপ্রতিনিধিদের কাছ থেকে সাড়া পেলেন না বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ভানান গ্রামের সাধারণ মানুষ।আবেদনের পরে নতুন করে ব্রিজটি নির্মাণ করে দেয়া না হলেও ওই সময়ে জনপ্রতিনিধিদের কাছ থেকে ঝুঁড়ি ঝুঁড়ি আশ্বাস পেয়েছিলেন তারা।
সরেজমিনে দেখা গেছে,আয়রণ ব্রিজটি দিয়ে কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচল রয়েছে তবে বর্তমানে ব্রিজটি বাঁশের সাঁকোতে পারিণত হওয়ায় অসুবিধায় পড়েছে কোমলমতি শিক্ষার্থী,বৃদ্ধজন’রা এবং প্রসূতি মায়েরা।বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীরা ওই ব্রিজটি পারাপারের সময় অনেকবার দুর্ঘটনার শিকারও হয়েছে বলে জানাগেছে।অনেক বছর ধরে স্থানীয়রা নিজ খরচে ওই ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুললেও তা বেশিদিন স্থায়ী না হওয়ায় দূর্ভোগ থেকেই যাচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবী জানিয়েছেন অচিরেই ব্রিজটি পুনর্নির্মাণ করে তাদেরকে অসহনীয় দুর্ভোগের হাত থেকে রক্ষা করা হোক।