পরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ


পাখি আক্তার:ফেসবুকে পরিচয় হবার পর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে পুলিশ কনস্টেবলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।মঙ্গলবার বরিশালের মেট্রোপলিটন আমলী-৪ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শামীম আহমেদ ওই নির্দেশ দেন।বাদী আসামিদের বিরুদ্ধে ২০১৯ সনের ১১ সেপ্টেম্বর মামলা করেন।মামলার আসামিরা হচ্ছেন বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল এইচ এম রায়হান রাফী ও বাদীর স্ত্রী সুমনা ইসলাম সোমা।মামলার নথি সূত্রে জানা গেছে,নগরীর বটতলা এলাকার কামাল হোসেন মামলায় উল্লেখ করেন,২০১৫ সনের ১২ জুন বটতলার রাজু মিয়ার পুল এলাকার অধিবাসী পিতা মৃত রাজু আহম্মেদ এর মেয়ে সুমনা ইসলাম সোমার সাথে বাদী কামাল হোসেনের বিয়ে হয়।

১ নং আসামি পুলিশ কনস্টেবলের সাথে ২ নং আসামি সুমনা ইসলাম সোমার ফেসবুকে পরিচয় হয়।এরপর ২নং আসামি বাদীর ঢাকায় ভাড়া করা বাসা থেকে স্বর্ণসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে পুলিশ কনস্টেবল এর সাথে পালিয়ে যান।২০১৯ সনের ১৩ অক্টোবর মামলার ২ নং আসামি বাদীর স্ত্রী সোমা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।একই তারিখে মামলার অপর আসামি পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

Top