শিক্ষার্থীদের ক্লাস বর্জন!বানারীপাড়ায় কলেজে স্বাধীনতা বিরোধীর পুত্র শিক্ষক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ক্লাস বর্জন!বানারীপাড়ায় কলেজে স্বাধীনতা বিরোধীর পুত্র শিক্ষক


পাখি আক্তার:বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে। সোমবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।
ওই স্বারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন,ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.ওবায়দুল হকের পিতা ঝালকাঠি জেলার কাঁচাবালিয়া গ্রামের আ.রাজ্জাক মল্লিক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিলেন।ঝালকাঠি সদর থানায় অস্ত্রধারী স্বাধীনতা বিরোধী তালিকায় তার নামও রয়েছে বলে জানা গেছে।অধ্যাপক ওবায়দুল হক তার পিতার পদাঙ্ক অনুসরণ করে কলেজে লেকচার দেয়াকালিন সময় দেশ বিরোধী কথার যাদুতে মুগ্ধ করতে শিক্ষার্থীদের চেষ্টা করেন।এর প্রতিবাদ করা হলে তিনি ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন,যার কথার মধ্যে ইসলামের অপ-ব্যখ্যাই বেশী থাকে।এ রকম একজন শিক্ষককে কলেজ থেকে বহিস্কার করা না হলে তারা লাগাতার কর্মসূচি দেয়ার হবে বলে জানান।

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহবান জানিয়ে,কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি কাজী মিজানুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ওইদিনই শিক্ষক পরিষদের জরুরী এক সভা অনুষ্ঠিত হয়।সভায় শিক্ষক ওবায়দুল হককে কেন্দ্র করে শিক্ষার্থীরা যাতে কলেজে আর কোন প্রকার আন্দোলনের সৃষ্টি করতে না পারে সে জন্য তাকে(ওবায়দুল হককে)পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের আগ পর্যন্ত কলেজে না আসার অনুরোধ জানানো হয়।

এদিকে শিক্ষার্থীরা জানান,স্বাধীনতা বিরোধী ও ইসলামের অপ-ব্যখ্যাকারী শিক্ষক ওবায়দুল হক আজকের পর থেকে ফের কলেজে আসলে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি ঘটতে পারে।তারা আরও জানান ক্লাস চলাকালিন সময় তিনি তাদের সাথে কি ধরণের লেকচার দেন তা লিখিতভাবে জানানো হয়েছে।অচিরেই তার বিরুদ্ধে সিন্ধান্ত গ্রহন করতে হবে বলেও শিক্ষার্থীরা দাবী করেন।প্রসঙ্গত এর আগে তাকে কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক পদ থেকে অপসারন করা হয়।

Top