মোবাইলসহ যুবক গ্রেপ্তার বরিশালে ৫৭ টি চোরাই - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইলসহ যুবক গ্রেপ্তার বরিশালে ৫৭ টি চোরাই


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত চোরাই মোবাইলসহ আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।বুধবার(৩০ অক্টোবর)দুপুরে ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনয়িনের পাংশা এলাকার আ.রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মো.দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতমাইলের ক্যাডেট কলেজ বাজার মসজিদ সংলগ্ন আসামির বসতঘরে অভিযান চালায়।অভিযানে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫৭ টি চোরাই মোবাইল সেট ও ২০ টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

Top