সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।


পাখি আক্তার:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বলেছেন,সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।আমরা সাকিবের পাশেই থাকবো।সে যেন এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এটিই সবাই আশা করি।বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলরবার(২৯ অক্টোবর)বিকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে।যা নিয়ে দেশজুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।অন্যদিকে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করবে আইসিসি।তবে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

Top