সরকার দেশের মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে।দূর্নীতির রোল মডেল তৈরী করেছে সরকার। - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার দেশের মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে।দূর্নীতির রোল মডেল তৈরী করেছে সরকার।


রফিকুল ইসলাম:কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি অ্যাডভোটেক মজিবর রহমান সরোয়ার বলেছেন,সরকার দেশের মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে।দেশে লুটপাট,ক্যাসিনো বানিজ্য,শেয়ার বাজার কেলেংকারী করে দূর্নীতির রোল মডেল তৈরী করেছে সরকার।পাঁচ কোটি টাকার মেগা প্রকল্প ভাগ বাটোয়ারা করে নিয়েছে তারা। ক্যাসিনো সরকার জুয়ার বোর্ড নিয়ে শুদ্ধি অভিযান করে মানুষকে দেখাচ্ছে। অথচ ক্যাসিনো কান্ডে গ্রেপ্তার হওয়া সম্রাট যেসকল রাঘব বোলায়ালদের কথা বলেছে তাদের নাম প্রকাশ করা হচ্ছেনা।সোমবার বরিশাল উত্তর জেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরোয়ার বলেন,নৈশকালীন সরকার ধর্ষন,খুন,গুম,দূর্নীতির রোল মডেল তৈরী করেছে।যারা উন্নয়নের নামে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।তিনি বলেন,কেয়ারটেকার সরকারের সময় করা সাড়ে ৭ হাজার মামলা আওয়ামীলীগ উঠিয়ে নিয়েছে। অথচ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা এখনও চলছে।আওয়ামীলীগ কেয়ারটেকার সরকারের সাথে আপোষ করে তাদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহয়তা করেছে। তাদেরকে বিদেশে থাকার ব্যবস্থা করে দিয়েছে।২০১৪ সালে বেগম জিয়া আপোষ করলে তিনি ক্ষমতা ধরে রাখতে পারতেন।কিন্তু তা না করে তিনি দেশের মানেিষর কথা চিন্তা করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়েছিলেন।সিটি কপোরেশনের নির্বাচনের কথা উল্লে­খ করে সরোয়ার বলেন,৩১ প্রার্থীকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। ১৭জন প্রার্থীকে জেলে বন্দি করেছে ৫৭৬ কেন্দ্রে বিএনপির ধানের শীর্ষ কোন ভোট পায়নি। যেখানে আমরা হাজার সেখানে আওয়ামী লীগ লক্ষ ভোট পেয়েছে।

তিনি বলেন,সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে।তাই এখন প্রশাসন কোন অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেনা।
তিনি বলেন,আওয়ামী লীগের তোফায়েল আর রাশেদ খান মেননও বলছেন রাজনীতি রাজনীতিবীদদের কাছে নেই।ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি নিয়ে সরোয়ার বলেন,এই দেশ বিরোধী চুক্তির কথা বলতে গিয়ে আবরার এদেশে প্রথম শহীদ হয়েছেন। যেখানে তিস্তা চুক্তি হয়না সেখানে ভারতকে তারা ফেনীর পানি দিয়ে দিয়েছে। ভারত আগে থেকেই ফেনীর পানি চুরি করে নিয়ে যাচ্ছিল। তিস্তা চুক্তি করতেপারলেন না অথচ বাংলাদেশ থেকে আমরা তাদেরকে ইলিশ দিয়ে দিচ্ছি।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন,এই অবৈধ সরকারের পতন ঘটাতে হলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

উত্তর জেলা যুবদলের সভাপতি মোল­া মাহফুজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ,সহ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাড.তরিকুল ইসলাম দিপু,সালাউদ্দিন রিমন,জহির রায়হানএসময় আরো বক্তব্য রাখেন- বরিশাল জেলা দক্ষিণ যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব, সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু।

Top