শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।শনিবার বেলা ১১টায় বানারীপাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে ও প্রভাষক এমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,ওসি খলিলুর রহমান, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এদিকে শনিবার সকাল ১০টায় চাখার সরকারী ফজলুল হক কলেজে প্রতিষ্ঠাতা শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহম্মেদ। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।পৃথক দু’টি অনুষ্ঠানে বক্তারা বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।

Top