চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই স্কুলছাত্র মারা গেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই স্কুলছাত্র মারা গেছে


পাখি আক্তার:পূজায় ঘুরতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমাম হোসেন ইমন(১৩)গত বিশ দিন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার(২৫ অক্টোবর)সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহত স্কুলছাত্র উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র।

নিহতের পিতা নাসির উদ্দিন বেপারী জানান,গত ৫ অক্টোরব রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবীন ও তার তিন সহযোগী হাসান, সোহেল এবং মুন্না। রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সাথে ইমাম হোসেনের দ্বন্দ হলে তাকে (ইমাম হোসেন) চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা চালায় নুরুন নবীন ও তার সহযোগীরা। এমনকি আহতবস্থায় ইমাম হোসেনকে নুরুন নবীনের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমাম হোসেনকে নবীনদের বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বিশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে শুক্রবার সন্ধ্যার পর সে (ইমাম হোসেন) মৃত্যুবরন করেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যা চেষ্টায় মামলা করেছিলেন।সেই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।তিনি আরও জানান,এ ঘটনায় সোহেল নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Top