‘শীতকাল কি এসে গেল? ভরদুপুরেও দেখি সূর্যের দেখা নেই।আকাশ কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসও তো বইছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘শীতকাল কি এসে গেল? ভরদুপুরেও দেখি সূর্যের দেখা নেই।আকাশ কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসও তো বইছে।


আলোকিত বার্তা:‘শীতকাল কি এসে গেল? ভরদুপুরেও দেখি সূর্যের দেখা নেই।আকাশ কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসও তো বইছে।আজ (শনিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে লক্ষ্য করে কথাগুলো বলছিলেন। জবাবে আরেক শিক্ষার্থী বলে উঠলেন, ‘ঠিকই বলেছিস, গত দুইদিনের থেমে থেমে বৃষ্টিতে শীত বুঝি এসেই গেল।অক্টোবরের শেষ সপ্তাহে এসে রাজধানীতে শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অথচ সপ্তাহখানেক আগে এই রাজধানীতেই বেশ গরম অনুভূত হচ্ছিল।কিন্তু গত দুদিন যাবত আবহাওয়ার বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে।কদিন আগেও ফ্যান না ছাড়লে গরমে ঘুমাতে কষ্ট হতো। অথচ গত দুদিন থেমে থেমে বৃষ্টির কারণে অকেকেই ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছেন। শুধু কি তাই, শেষ রাতের দিকে কেউ কেউ কাঁথা মুড়ি দিয়ে আরাম আয়েশ করে ঘুমাচ্ছেন। বিভিন্ন মার্কেটে টুকটাক শীতের কাপড় আগাম কেনাকাটাও শুরু হয়েছে।

তবে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াাবিদ রুহুল কুদ্দুসের কাছে রাজধানীতে শীতের আগমন হয়েছে কি না-জানতে চাইলে তিনি জানান,সহসা রাজধানীতে শীতকাল আসছে না।গত দুদিন যাবত রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম।আকাশে মেঘ থাকায় কুয়াশা থাকছে। সেই সঙ্গে বাতাসও বইছে।এ অবস্থাকে শীতের আগমন বলা যাবে না। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে বলে তিনি পূর্বাভাস দেন।এদিকে আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূ্র্বাভাসে বলা হয়,আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সামান্য বৃষ্টিপাত হতে পারে।দক্ষিণ,দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।গত ছয় ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বগুড়াতে ১২১ মিলিমিটার। আর রাজধানী ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Top