বৃষ্টিকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
রফিকুল ইসলাম:বৃষ্টিকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।এবারের প্রতিপাদ্যে বিষয় ছিল“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার সকালে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এসএম ইকবাল,সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক (বীর প্রতিক),উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী,পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন,গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার।বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান প্রমুখ।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।