আওয়ামীলীগের সভাপতি পদে ফরম সংগ্রহ করলেন দুই বার দল থেকে বহিস্কার ৩০ নং ওয়ার্ডের ভুইফোর আওয়ামীলীগ নেতাগোলাম মোস্তোফা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের সভাপতি পদে ফরম সংগ্রহ করলেন দুই বার দল থেকে বহিস্কার ৩০ নং ওয়ার্ডের ভুইফোর আওয়ামীলীগ নেতাগোলাম মোস্তোফা।


পাখি আক্তার:আওয়ামীলীগের সভাপতি পদে ফরম সংগ্রহ করলেন দুই বার দল থেকে বহিস্কার ৩০ নং ওয়ার্ডের ভুইফোর আওয়ামীলীগ নেতাগোলাম মোস্তোফা।গণপাড়া এলাকার বাসিন্দা দুলাল মাঝির ছেলে।এনিয়ে আতংঙ্গে প্রবীন আওয়ামীলীগের সদস্যরা।এদিকে জানাযায়,বিএনপি ক্ষমতায় থাকাকালিন সময় এডভোকেট মজিবার রহমান সরোয়ার এর একান্ত আস্থা ভাজন গোলাম মোস্তোফা সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ খোদাই করা নেইম ফলক ভেঙ্গে ফেলে।বরিশাল আওয়ামীলীগের অভিভাবক আবুল হাচানাত আব্দুল্লাহ নিজ মসজিদ নির্মান কাজ চলাকালিন সময় ইট,সিমেন্ট,রড নিয়ে বিক্রয় করার অভিযোগ রয়েছে গোলাম মোস্তোফা বিরুদ্ধে।

বরিশাল সিটি নির্বাচনের সময় আওয়ামীলীগ ৩০ নং ওয়ার্ডের উপদেষ্টা ও প্রবীন আওয়ামীলীগের সদস্য হারুনা অর রশিদ,মোঃ মাহমুদ হাসান হিরন,বরিশাল মহানগরীর আওয়ামীলীগের ৩০ নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক আওয়ামীলীগের কমিশনার পদ প্রার্থীর নির্বাচনী কাজ করে ফেরার পথে তাদের মারধর করে যাহা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পায়।আওয়ামীলীগে প্রবেশ করে পুরাতন আওয়ামীলীগের কর্মীদের নাজেহাল করে যাহার পরিপেক্ষিতে দুই বার দল থেকে বহিস্কার হয়।যাহার বহিস্কার আদেশ এখনো বহল অবস্থায় রয়েছে।

অন্যদিকে জানাযায়,আওয়ামীলীগ ৩০ নং ওয়ার্ডের সভাপতির থাকা কালিন সময় যথপ্রকার অনুদন তাহা আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেয় আর নেতাকর্মীদের বলে দলের পক্ষ থেকে কিছুই দেয়নি।বরিশাল সিটি নির্বাচনে বিএনপি প্রার্থি খাইরুল মামুন শাহিনের কাজ থেকে পাঁচ লক্ষ টাকা খেয়ে দলের বিপক্ষে কাজ করে যাহার প্রমাণ পেয়ে দল থেকে বহিস্কার করে।

আওয়ামীলীগ ৩০ নং ওয়ার্ডের একাধিক নেতাকর্মীরা নাম নাপ্রকাশ করার সত্ত্বে বলেন আমাদের প্রাণ প্রিয় সংগঠনে ভুইফোর আওয়ামীলীগ এবার নেতা হতে দেওয়া হবে না।আমাদের অভিভাবক বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতারা সেদিকে খেয়াল রেখেই কাউন্সিল চলতেছে।

Top