দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।


পাখি আক্তার:বানারীপাড়ায় কনের বয়স না হওয়ায় বাল্য বিয়ের অপরাধে চিন্ময় শীল নামের এক প্রেমিক বরকে দুই মাসের সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ মোবাইল কোর্টে এ সাজা দেন।জানা গেছে,উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের রতন শীলের ছেলে চিন্ময় শীল(২৩)বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অমল মিস্ত্রীর মেয়ে ও স্থানীয় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আাঁখি রানী মিস্ত্রিকে লক্ষী পূজার দিন কালি মন্দিরে নিয়ে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,চিন্ময় ও আঁখির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। বাল্য বিয়ের বিষয়টি জেনে মঙ্গলবার বর-কনেকে পুলিশ আটক করে মোবাইল কোর্টে হাজির করলে বর চিন্ময়কে দুই মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।বুধবার সকালে তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়।

Top