দূর্ঘটনা মুক্ত বরিশাল বিভাগকে নিরাপদ সড়ক গড়তে চাই। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনা মুক্ত বরিশাল বিভাগকে নিরাপদ সড়ক গড়তে চাই।


পাখি আক্তার:“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই প্রতি পাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন,আন্দোলন সংগ্রামের মাধ্যমে আর নিরাপদ সড়ক করতে চাই না।এখন থেকে চালক পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে দূর্ঘটনা মুক্ত বরিশাল বিভাগকে নিরাপদ সড়ক গড়তে চাই।

তিনি এসময় উপস্থিত পরিবহন চালক ও মালিক সমিতির সদস্যদেরকে বলেন,চালকরা যেন কোন ভাবেই প্রতিযোগীতা গাড়ি না চালান। প্রতিযোগীতার কারনেই চালক ও যাত্রী সহ জান মাল সবই ধ্বংশ হচ্ছে তাই অনাকাংঙ্খিত প্রতিযোগীতা গাড়ী চালানো থেকে চালকদের সতর্ক হওয়ার আহবান জানান।পাশাপাশি পরিবহন মালিক পক্ষ থেকে তাদের চালকদেরকে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে দক্ষ প্রশিক্ষনের ব্যবস্থা করেন এক্ষেত্রে জেলা প্রশাসন ও বিআরটি’এ থেকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করা হয়।আজ মঙ্গলবার(২২ই)সাড়ে নয়টায় বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির আসনে আরো বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার(বিএমপি)ডিসি ট্রাফিক খাইরুল আলম,(পদন্নোত্তি)পুলিশ সুপার আব্দুর রকিব, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) বিআরটি’এ জিয়াউর রহমান, বরিশাল জেলা সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা,বরিশাল বাস-মালিক গ্রুপ সমিতি সভাপতি মাসরুক আহমেদ বাবলু , বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন, নথুল­াবাত শ্রমীক ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন ও বরিশাল ট্রাক-লড়ি মালিক সমিতির সম্পাদক ইমান আলী শরীফ বাবুল প্রমুখ।

এসময় (ডিসি ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম বলেন চালকরা নির্ধারিত গতিসিমা লংঘন, ওভার স্প্রিডসহ ওভারটেক করে গাড়ি না চালাবার জন্য চালকদের আরো বেশী সচেতন হওয়ার জন্য আহবান জানান।সেই সাথে জেলার বিভিন্ন মহা সড়কের পাশে হাট বাজার রয়েছে সেগুলো মুক্ত করার জন্য ডিসি ট্রাফিক জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেন।এর পূর্বে সকাল ১য়টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করে র‌্যালিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যান্ড পার্টি নিয়ে অংশ গ্রহন করে।উল্লে­খ্য, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়কের দাবীর আন্দোলনের প্রেক্ষিতে সরকার ২০১৭ সালের ৫ জুন জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেন।

Top