বিভিন্ন সাংবাদিক সংগঠনের তিব্র নিন্দা ও প্রতিবাদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন সাংবাদিক সংগঠনের তিব্র নিন্দা ও প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক:বরিশালে তথ্য সংগ্রহ করতে গেলে এম জামাল হোসেননামে এক সাংবাদিককে মারধর করে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েবাবুগঞ্জের মধুবন বেকারি মালিক ফিরোজ তার অসাধু চক্র।এসময় ওই সাংবাদিকের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।একই সাথে পত্রিকার আইডি কার্ড ছিড়ে ফেলা হয়।এ ঘটনায় বরিশাল জার্নালিস্ট ফাউন্ডেশন,জাতীয় সাংবাদিক সোসাইটির বরিশাল মহানগর,‘অনলাইন সংবাদপত্র ও বাংলাদেশ’বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসকো)বরিশাল জেলা কমিটিসহ বিভিন্ন সংগঠন তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,এম জামাল হোসেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির বরিশাল প্রতিনিধি ও দৈনিক আজকের সংবাদ পত্রিকায় ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। তার পত্রিকাকর্র্তৃপক্ষ তাকে বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বেকারি বাকারখানার সচিত্র প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৯-১০-২০১৯ ইংরেজি তারিখ সকাল ১০ টায় বাবুগঞ্জ বাজার লাঘোয়া ‘মধুবনবেকারিতে’ তথ্যের জন্য যায়।মধুবন বেকারির মালিক ফিরোজ হাওলাদার তথ্যনা দিয়ে উল্টো স্থানীয় একটি অসাধু চক্রকে খবর দিয়ে সাংবাদিক এমজামাল ও তার ক্যামেরাম্যানকে মারধর করে এবং তাদের সাথে থাকা আইডিকার্ড ছিড়ে ফেলে।

একই সাথে দুজনের পকেটে থাকা ৯,৫৩০(নয় হাজারপাঁচশত ত্রিশ টাকা) টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে লোকজনজড়ো হলে ঘটনাটি ধামাচাপা দিতে মধুবণ বেকারির মালিক ফিরোজ,বেকারির কর্মচারীরা ও অসাধু চক্রের অন্যতম হোতা খোকনসহ অন্যান্যরাসাংবাদিক জামালের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুলে পুলিশের কাছেসোপর্দ করে চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই সময় খারাপ ভাষায়গালাগালিসহ উল্লাস করে তারা। এতে শুধু জামাল নয় পুরো সাংবাদিকসমাজকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে মনে করেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।তাই মামলাটি প্রত্যাহারের দাবিজানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।মামলা প্রত্যাহার করা না হলে আমারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রকৃত দোষিদেরবিরুদ্ধে আইনের দারস্থ হবো।

Top