পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে ইলিশ ধরার উসৎবে মেতে উঠেছে জেলেরা।
পাখি আক্তার:পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে ইলিশ ধরার উসৎবে মেতে উঠেছে জেলেরা।এদিকে স্থানীয় প্রশাসন ৪ জেলেকে আটক করে।এসময় জব্দ করা হয় মা ইলিশ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্যাহ জানান,রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে। এসময় তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ইলিশ ধরছে এমন একটি ট্রলার আটক করা হয়।এসময় ৪ জেলেকে আটক করা হয়। অভিযানের সময় দু’টি স্পিড বোটসহ অন্যরা পালিয়ে যায়।