শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা ও গুলি চালিয়ে নিরীহ মুসল্লীহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার সভাপতিনুরুল আমীন আজাদী ও সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলাম রাসেল একযৌথ বিবৃতিতে ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু যুবকের আল্লাহ ওরাসূল(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আহুত শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা ও গুলি চালিয়ে নিরীহ মুসল্লীহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি গুলি বর্ষণকারীপুলিশ সদস্য ও কটুক্তিকারী হিন্দু যুবকের ফাঁসির দাবী জানান।বিবৃতিতে তারা বলেন,সাধারণ মুসল্লীদের শান্তিপূর্ণসমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলা মানুষের মৌলিক অধিকার,ঈমান ও আকিদার উপর আগ্রাসী হামলা। কার স্বার্থে এই হামলাচালিয়ে নিরীহ মুসল্লীদের হত্যা করা হয়েছে জাতি তা জানতে চায়।বিবৃতিতে নেতৃবৃন্দ শহীদদের রুহের আত্মার মাগফিরাত ওশোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ ভোলারঘটনায় নিয়ে আসা আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে দেখতেযান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।