বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবরার আহমদ আর নেই।
পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবরার আহমদ আর নেই।রোববার সকালে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন করার সময় একিউট.এম.আই এর কারণে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘ দিন যাবত হৃদরোগ জনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৭ সাথে চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। এখানে তিনি ইন্টার্নশীপ সম্পন্ন করেন।
এরপর পুরো কর্মজীবন তিনি বরিশালে অতিবাহিত করেন।তিনি শের-ই-বাংলা মেডিকেল কলজের ২০১০-১১ সালে অধ্যক্ষ ছিলেন।বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী মানুষ।তিনি সফলতার সাথে তার উপর সমস্ত দায়িত্ব পালন করেন। তার পৈত্রিক নিবাস কুমিল্লায়। রোববার যোহরের নামাজের বাদ শেবাচিম কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি তার বাবার কবরের পাশে সমাহিত হবেন।