স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
পাখি আক্তার:‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র আয়োজনে কমিনিউটি পুলিশিং ডে সমাবেশ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে আজ রবিবার দুপুরে স্থানীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশার প্রলয় চিশিম,উপ-পুলিশ কমিশনার(ডিবি)জাহাঙ্গির মল্লিক,দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ, দৈনিক দক্ষিনঞ্চলের প্রকাশক ,দৈনিক শাহানামার‘র সম্পাদক আবুল কালাম আজদ,দৈনিক সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম.লোকমান হোসেন,বাংলা ভিশনের বরিশাল প্রতিনিধি শাহীন হাসান,আলোকিত বার্তার সম্পাদক ও প্রকাশক মু.আবুবকর সিদ্দীক,দৈনিক কলমের কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো:আরিফ হোসেন,ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক এম.আর.মন্টু,দৈনিক সুন্দর বন‘র বার্তা সম্পাদক এম.কে রানা,বরিশাল প্রতিদিনের যুগ্ন-বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ,মতবাদের বার্তা সম্পাদক গোপাল সরকার,বরিশাল বার্তার প্রধান বার্তা সম্পাদক আজাদ আলাউদ্দিন,অনন্দ টিভির বরিশাল প্রতিনিধি নাহিদসহ অন্যান্যরা।