পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক


মো.মুরাদ হোসেন:বরিশাল নগরীর বাজার রোডে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪শ কেজি পলিথিনসহ ২ জনকে আটক করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১০টার সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম-এর নেতৃত্বে র‌্যাব-৮-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় দুইটি দোকানের গুদাম থেকে নিষিদ্ধ ৪শ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা।এসময় দুই জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড,৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যলয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিম। আটককৃতরা হলেন, বাজার রোডের মেসার্স জয় ট্রেডার্স মালিক সজল চন্দ্র হাওলাদার ও মেসার্স আনন্দ মসলা ঘরের মালিক মো: হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: তোতা মিয়া।

Top