বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমানের কারেন্ট জাল ও ইলিশসহ ৪২ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমানের কারেন্ট জাল ও ইলিশসহ ৪২ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।


পাখি আক্তার:বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমানের কারেন্ট জাল ও ইলিশসহ ৪২ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিস সূত্রে জানা যায়,১৮ অক্টোবর সকাল ৮ টা থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ বর্গ.কিলোমিটার কারেন্ট জাল,৩২ মন ইলিশ উদ্ধার করা হয়েছে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মো: কফিল উদ্দিন জানায়,বরিশাল অঞ্চলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মা ইলিশ রক্ষা অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপশি এই অভিযান অব্যাহত থাকবে।

Top