বরিশাল নগরীতে ট্রাকের সাথে থ্রি হুইলার(মাহিন্দ্রা)এর সংঘর্ষে মা-ছেলে নিহত,৪ জন আহত হয়েছেন।
পাখি আক্তার:বরিশাল নগরীতে ট্রাকের সাথে থ্রি হুইলার(মাহিন্দ্রা)এর সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন।এছাড়া আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ(১৯ অক্টোবর)দুপুর ১ টার দিকে নগরীর সাগরদি আলিয়া মাদ্রাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো।এসময় বিপরীত দিক থেকে এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে নিয়ন্ত্রন হারিয়ে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মা দেলোয়ারা বেগম(৬০)নিহত হয়।হাসপাতালে নেয়ার পর তার ছেলে শিপন(৩৫)কে নিহত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।স্বজনরা জানান,নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে।ডাক্তার দেখানোর জন্য বরিশালে এসেছিলেন তারা, ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।স্বজনরা আরো জানান,ওই থ্রি হুইলারে থাকা সবাই একই বাড়ির এবং পরষ্পর পরষ্পরের আত্মীয় ছিলো।এদিকে পুলিশ জানায়,ট্রাক ও ট্রাকের একজন হেলপাড়কে আটক করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন,কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নুরুল ইসলাম।