বাবুগঞ্জে ফসলী জমিতে ছায়া পরার অজুহাতে অন্যের মালিকানাধীন জমির গাছ কর্তনের অভিযোগ
পাখি আক্তার:বরিশালের বাবুগঞ্জে ফসলী জমিতে ছায়া পরার অজুহাতে অন্যের মালিকানাধীন জমির গাছ কর্তনের অভিযোগ করলেন স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া এলাকায়।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূরেদিয়া গ্রামের মৃত্যু হাতেম আলী হাওলাদারের পুত্র মোঃ ইউসুফ আলী হাওলাদারের জমিতে নিজের রোপিত রেন্ট্রিগাছ’র ছায়া পরে একই এলাকার আব্দুল হাই’র পুত্র আবু বক্কর মৌলভীর জমিতে। যাতে আবু বক্কর মৌলভীর রোপিত ফসল বিনষ্ট হচ্ছে মর্মে জোরপূর্বক আবু বক্কর মৌলভী ও তার পুত্র রেজাউল ও সাইফুল মিলে ইউসুফ আলী হাওলাদারের বিশাল আকৃতির বেশ কয়েকটি রেন্ট্রি গাছ এর উপরিভাগের অংশ কেটে দেয়। ইউসুফ আলী হাওলাদার এ ঘটনার প্রতিবাদ করলে আবু বক্কর মৌলভী ও তার ছেলেরা তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ ঘটনা নিয়ে দুই পরিবারের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে,যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করেছেন স্থানীয়রা।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন’র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি দু-পক্ষকেই কোন ধরনের সংঘাতের দিকে না যাওয়ার পরামর্শ দিয়েছি।তবে অভিযুক্ত আবু বক্কর মৌলভী বলেন,তার জমিতে গাছের ছায়া পরায় কিছু ডালপালা কর্তন করেছি মাত্র। প্রাণ নাশের বিষয়টি তিনি মিথ্যা বলে দাবি করেন।