শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন


পাখি আক্তার:ব‌রিশালে ‌মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার শ্রীপুর ইউ‌নিয়নকে নদী ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষার দাবী‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে।
বৃহষ্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) বেলা ১১ টায় নগরের অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সদর‌রো‌ডে এ কর্মসূ‌চির আ‌য়োজন ক‌রে শ্রীপুর ইউ‌ন্নি নদী ভাঙ্গন রক্ষা ক‌মি‌টি।ক‌মি‌টির আহবায়ক মোঃ লোকমান হো‌সেনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন সদস্য স‌চিব আল আ‌মিন, সদস্য তানভীর আহ‌ম্মেদ, রা‌সেল হো‌সেন, নাজমুল, নজরুল ইসলাম, ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য ম‌নিরুল ইসলাস পলাশ প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, শ্রীপুর ইউ‌নিয়টি তিন‌দি‌ক থে‌কে নদী বে‌স্টিত। ‌তেতু‌লিয়া নদীর তী‌রে অ‌বস্থিত এ ইউ‌নিয়‌নে ২০ হাজার মানু‌ষের বসবাস। এ ইউ‌নিয়‌নের মানুষ‌দের প্র‌তি‌নিয়ত বি‌ভিন্ন ধর‌নের প্রাকৃ‌তিক দুর্যো‌গের সা‌থে লড়াই কর‌তে হয়। সম্প্র‌তি ব্যাপক নদী ভাঙ্গ‌নের ফ‌লে ই‌তিম‌ধ্যে প্রায় ৫ শত ঘড়বা‌ড়ি, শ্রীপুর বাজার, ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিস, স্বাস্থ্য কম‌প্লেক্স, দু‌টি প্রাথ‌মিক বিদ্যালয়, এক‌টি ম‌হিলা মাদ্রাসা, একটি কওমী মাদ্রাসা, এক‌টি দা‌খিল মাদ্রাসা, মস‌জিদ, ম‌ন্দিরসহ হাজার হাজার হেক্টর কৃ‌ষি জ‌মিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গ‌র্ভে বিলীন হ‌য়ে গে‌ছে।

বক্তারা ব‌লেন,নদী ভাঙ্গ‌নের ফ‌লে ৩ হাজার মানুষ গৃহহীন হ‌য়ে মান‌বেতর জীবনযাবন কর‌ছে।মানববন্ধ‌নে তারা নদী ভাঙ্গন রো‌ধে অ‌তিদ্রুত ব্যবস্থা গ্রহ‌নের দাবী জানান।মানববন্ধন শে‌ষে জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বোর্ডের নির্কাহী প্র‌কৌশলী বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন তারা।

Top