রিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


মো.মুরাদ হোসেন:বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৩টি নৌকা ও প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।এসময় মা ইলিশ ধরার অপরাধে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ছয়জনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জেলাজুড়ে এ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৪৬৪ কেজি ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিযানে জব্দকৃত সব অবৈধ জাল পুরিয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলাধীন নদ-নদীতে নৌ-পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

Top