মুজিবর্ষ উপলক্ষে বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিবর্ষ উপলক্ষে বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন


রফিকুল ইসলাম:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা ‌মুজিবর্ষ উপলক্ষে বরিশালে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী করা হয়েছেবুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা.কানাই লাল স্বর্ণকারের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ জেলার খামারিরা উপস্থিত ছিলেন।সবশেষে জেলা প্রশাসক খামারিদের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করেন।

Top