জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত


পাখি আক্তার:বানারীপাড়ায়‘সকলের জন্য উন্নত স্যানিটেশেন,নিশ্চিত হোক সুস্থ্য জীবন ও সকলের হাত,পরিচ্ছন্ন থাক’শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন সুস্থ্য ও সুন্দর দেহমন গড়তে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে।পরিস্কার পরিচ্ছন্নতা ঈমান ও সভ্যতার অঙ্গ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম কবির হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডবোকেট মাহমুদ হোসেন মাখন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সীমান্তিকের জেলা নিউট্রিশন সুপারভাইজার ইসরাত জাহান পলি,উপজেলা নিউট্রিশন সুপারভাইজার মো. হেমায়েত উদ্দিন প্রমুখ। বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিক্ষক কাওসার হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন,শিক্ষার্থী আনিকা নাওয়ার তাসনিম,ওমর বিন ফারুক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সুলতান হোসেন সিকদার,পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন।

Top