ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।


রফিকুল ইসলাম:বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো.শাহাবুদ্দিন খান বলেছেন,ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ,জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।সোমবার (১৪ অক্টোবর) বরিশাল পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, যারা দালাল প্রশ্রয় দিয়ে নিরীহ মানুষকে সঠিক সেবা দেবে না, তারা পুলিশ বিভাগে অযোগ্য। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন,কোনো পুলিশ সদস্য যেন কোনো অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপপুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়াসহ আরও অনেকে।

Top