আদনান মাদ্রাসা মাঠে জেলেদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা
পাখি আক্তার:বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপজেলার চাখার ইউনিয়নের চিড়াপাড়া আদনান মাদ্রাসা মাঠে জেলেদের নিয়ে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধ রাখতে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন।এসময় তিনি লোভ লালসা পরিহার করে নিষিদ্ধ সময়ে যেসব জেলেরা ইলিশ শিকারে বিরত থাকবে তাদের পুর্নবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। সোমবার বিকাল ৪ টায় চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন,ওসি খলিলুর রহমান প্রমুখ।
এদিকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে জব্দ করা প্রায় ২০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টায় বানারীপাড়া বন্দর বাজারের ফেরীঘাটে জাল পোড়ানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সহ-সভাপতি ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল,আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন জুয়েল ও শামসুল আলম মল্লিক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
এদিকে প্রসঙ্গত সংসদ সদস্য মো. শাহে আলম অভিযানের শুরুর দিন থেকে এ পর্যন্ত বানারীপাড়া ও উজিরপুরের সন্ধ্যা নদীতে রাত-দিন একাকার করে অভিযান চালিয়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করান।পরে এ গুলো জনসন্মুখে পোড়ানো হয়।