আমরা প্রশাসনের প্রতি আহব্বান যানাচ্ছি দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িত বুয়েট শাখা ছাত্রলীগ সদস্যদের দৃর্ষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা প্রশাসনের প্রতি আহব্বান যানাচ্ছি দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িত বুয়েট শাখা ছাত্রলীগ সদস্যদের দৃর্ষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


পাখি আক্তার:ভারতের সাথে সকল অসম চুক্তি বাতিল ও নৃশংসভাবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা আহবায়ক নবীন আহমেদের সভাপতিত্বে ও জেলা সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে বেলা ১১ টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাকিবুল ইসলাম শাফিন বলেন, ভারতের সাথে অসম চুক্তির বিরোধীতা করে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ তার ফেইসবুক একাউন্টে পোষ্ট করেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে বুয়েট শাখা ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। আর তারই ধারাবাহিকতায় আবরার হত্যা।

সভাপতির বক্তব্যে নবীন আহমেদ বলেন,আমরা প্রশাসনের প্রতি আহব্বান যানাচ্ছি দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িত বুয়েট শাখা ছাত্রলীগ সদস্যদের দৃর্ষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাহলে আমরা সকল প্রগতিশীল ছাত্র সংগঠন আগামিতে লাগাতার কর্মসূচি দিতে বাদ্য হব। তিনি এই হত্যাকান্ডের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফকিরবাড়ী রোডস্থ ছাত্র ফেডারেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা আহবায়ক এ্যাড. এ. কে আজাদ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ’র শিক্ষক কাওছার হোসেন পলাশ প্রমুখ।

Top