৫ পিচ ইয়াবাসহ শরীফুল ইসলাম তুহিন আটক
পাখি আক্তার:বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ শরীফুল ইসলাম তুহিন আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার কস্তুরী রেস্তরার সামনে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার কস্তুরী রেস্তরার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান দেয়।এসময় শরীফুল ইসলাম তুহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ৫ পিচ ইয়াবা এবং বিভিন্ন পত্রিকার বেশ কয়েকটি কার্ড পাওয়া যায়।
এবিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ বিন আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রনদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।