বানারীপাড়ায় মারধর থেকে বাঁচতে অভিযোগ করেছেন এক অসহায় বিধবা মা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মারধর থেকে বাঁচতে অভিযোগ করেছেন এক অসহায় বিধবা মা।


পাখি আক্তার:বানারীপাড়ায় মারধর থেকে বাঁচতে অভিযোগ করেছেন এক অসহায় বিধবা মা।আর অভিযোগ করেছেন দশমাস দশদিন যাকে গর্ভে ধারণ করে তীব্রতর যন্ত্রনা সহে মায়াময় বিচিত্র এ ভূবনের আলো বাতাসে জন্ম দিয়ে বুকের দুগ্ধ পান করিয়ে তীলে তীলে বড় করে তুলেছেন সেই সন্তানের বিরুদ্ধেই।উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের খলিফা বাড়ির মৃত মোহাম্মদ আলীর স্ত্রী সাবিনা বেগম তার নিজ গর্ভজাত সন্তান ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্প্রতি (সঠিক দিনক্ষণ জানাতে পারেননি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, প্রায় ১৪/১৫ দিন পূর্বে ওই মায়ের সন্তান ইকবাল হোসেন অত্যাচার, নির্যাতন ও অব্যহত হুমকিতে নিজ ঘর ছেড়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় বিধবা ওই মা।কুলাঙ্গার সন্তান ইকবাল এক পর্যায়ে অসহায় গর্ভধারিণী মাকে আছাড় মেরে মাটিতে ফেলে বেদম প্রহার করতে থাকে। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশী কহিনুর বেগম, সৈয়দ আলী ও তার স্ত্রী জোসনা বেগম ছুটে এলে ইকবাল তাদের দেশীয় অস্ত্রদিয়ে জখম করার ভয়ভীতি দেখালে তারা চলেযান। পরে ওই দিন ইকবাল তার মা সাবিনা বেগমকে ঘর থেকে বেড় করে দিয়ে ঘর তালাবদ্ধ করে বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের ভাড়া বাসায় অবস্থান নেয়। অসহায় মা সাবিনা বেগম আরও জানায় বিভিন্ন সময় ইকবাল তাকে পা ভেঙে ফেলা সহ মেরে ফেলার হুমকি দিয়েছে।বর্তমানে কুলাঙ্গার ছেলের ভয়ে অসহায় ওই মা পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছেলে ইকবালের কাছে জানতে চাইলে সে দাম্ভিকতার সাথে বলে মাকে পিটিয়েছি মেরেতো ফেলিনি।

Top