৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক
মো.মুরাদ হোসেন:বরিশালের হিজলা ৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।রবিবার(২৯ সেপ্টেম্বর)উপজেলার দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলো- খুন্না গবিন্দপুর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে মো:রাসেল ওরফে জনি মিয়া(২৬),মুলাদীর তের চর গ্রামের মৃত সামসুল মোল্লার ছেলে মো:ফেরদৌস মোল্লা(২৬)ও আন্দারমানি ৩নং ওয়ার্ডের আবদুল মালেক খানের ছেলে মো: সুমন খান (২০)।
পুলিশ জানায়,রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার এর নেতৃত্বে এসআই ফারুক হোসেন খান,এএসআই নাসির মিয়া সহ একটি পুলিশ টিম তাদের দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন,আমরা অভিযান চালিয়ে ৩শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।