টিসিবি আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবি আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি।


পাখি আক্তার:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি।সোমবার(৩০ সেপ্টেম্বর)সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল টিসিবির প্রধান মো.আনিছুর রহমান বাংলানিউজকে জানান,দুর্গাপূজা উপলক্ষে সরকার পাঁচ দিনের জন্য মাঠ পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় নগরের চারটি পয়েন্টে চারজন ডিলার ট্রাক সেল(ট্রাকে পণ্য বিক্রি)করবে।পাঁচদিনে একজন ডিলার সর্বোচ্চ ৫০০ কেজি চিনি,৪০০ কেজি ডাল ও ৪০০ লিটার করে সয়াবিন তেল উত্তোলন এবং বিক্রি করতে পারবেন। তিনি জানান,প্রতিকেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতল জাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা করে বিক্রি করবে ডিলাররা।

Top